প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৭:১৯ পিএম | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহায়তায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন।
এ কর্মশালার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির এর পরিচালনায় উক্ত কর্মশালায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি)
কর্মশালা সম্পর্কে ধারণা দিতে অতিরিক্ত জেলা প্রশাসক বক্তব্যে বলেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় “আমার গ্রাম আমার শহর” আদর্শকে ধারণ করে প্রতিটি জেলা ও উপজেলায় ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়, বিভাগ চিহ্নিত করা হয়েছে। এসডিজি বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রাপ্তিকল্পে ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে বেশকিছু সূচক রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিবিড়ভাবে বাস্তবায়ন করলে অন্য অনেক সূচক আপনা আপনি বাস্তবায়িত হয়ে যাবে। এসডিজি লক্ষ্যমাত্রাসমূহ পারস্পরিকভাবে সম্পর্কিত। কোন একটি লক্ষ্যমাত্রায় ভালো ফলাফল প্রত্যাশা করা মানে এর সাথে যুক্ত সকল সূচকে ভাল ফলাফল নিশ্চিত করা। ফলশ্রুতিতে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা, রাষ্ট্রের অগ্রাধিকার এবং চাহিদার আলোকে এসডিজির সূচকের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করছে।
এ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, মংস্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, হাওর উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,জনপ্রতিনিধি এনজিও কর্মকর্তা, সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।