প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৬:০৮ পিএম | অনলাইন সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের গ্রেপ্তারসহ সাত দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।
শনিবার ( ২৮ নভেম্বর ) বিকেল ৪টা থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম ও আল মামুন নেতৃত্বাধীন অংশের আহ্বানে শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাত দফা দাবির মধ্যে আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী মামুনুল হক ও ফয়জুল করীমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি; দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ; সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশে অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা।
একটি মিনি ট্রাকের ওপর মঞ্চ স্থাপন করে নেতারা বক্তব্য দেন। পরে শাহবাগ মোড়ের রাস্তা আটকে গণজমায়েত শুরু করেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্য উপস্থিত আছেন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত।