বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কৃষ্ণাঙ্গকে মারধর, ফ্রান্সে ৩ পুলিশ কর্মকর্তা সাসপেন্ডÍ
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৩:০৪ পিএম | প্রিন্ট সংস্করণ

প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ এক সঙ্গীত প্রযোজককে পুলিশের মারধরের ভিডিও দেখার পর ফ্রান্সের কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।গত শনিবারের ওই মারধরের ঘটনা ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকান্ড নিয়ে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।প্যারিসে একটি অস্থায়ী অভিবাসন শিবির ভেঙ্গে ফেলায় গত সোমবার পুলিশের বিরুদ্ধে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগেরও অভিযোগ উঠেছে।ফ্রান্সের সরকার যখন পুলিশ কর্মকর্তাদের মুখের ছবি সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আইন আনার চেষ্টা করছে, তখনই এ ধরনের ঘটনাগুলোর খবর পাওয়া যাচ্ছে।
আইনটির সমালোচকরা বলছেন, পুলিশ সদস্যদের মুখ না দেখা গেলে বা চিহ্নিত করা সম্ভব না হলে, গত সপ্তাহে হওয়া ঘটনাগুলোর মতো নিপীড়নের ঘটনা কখনোই আলোর মুখ দেখবে না।   
গত বৃহস্পতিবার ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলে তার বেশ কয়েকজন সতীর্থ এবং আরও অনেক খেলোয়াড়ের মতোই কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে মারধরের ঘটনার নিন্দা জানিয়েছেন।‘অসহনীয় ভিডিও, অগ্রহণযোগ্য সহিংসতা। বর্ণবাদকে না বলুন,’ টুইটারে আহত সঙ্গীত প্রযোজকের রক্তাক্ত মুখের ছবি দিয়ে বলেছেন এমবাপ্পে।পুলিশের মারধরে আহত ওই সঙ্গীত প্রযোজকের নাম মাইকেল বলে জানিয়েছে বিবিসি।অনলাইন গণমাধ্যম লুপসাইডার গত বৃহস্পতিবার মাইকেলকে তিন পুলিশ কর্মকর্তার মারধরের ভিডিওটি প্রকাশ করে।সিকিউরিটি ক্যামেরার ওই ভিডিওতে কৃষ্ণাঙ্গ প্রযোজককে পুলিশের ওই কর্মকর্তাদের লাথি ও ঘুষি মারতে দেখা যায়।লুপসাইডার জানিয়েছে, মাইকেলকে প্রথমে মাস্ক না পরার দায়ে আটকানো হয়েছিল। এর পরপরই মারধরের ওই ঘটনা ঘটে।আহত মাইকেলের দাবি, কেবল মারধরই নয়, তিনি বর্ণবৈষম্যেরও শিকার হয়েছিলেন। কৃষ্ণাঙ্গ এ সঙ্গীত প্রযোজকের বিরুদ্ধে পুলিশ প্রথমে সহিংসতা ও গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ আনলেও কৌঁসুলিরা পরে এসব অভিযোগ ছুড়ে ফেলেন এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন। প্যারিসের মেয়র অ্যান হিদেলগো বলেছেন, পুলিশ কর্মকর্তাদের এ ধরনের ‘অগ্রহণযোগ্য কর্মকান্ডে’ তিনি ‘পুরোপুরি বিস্মিত’।গত বৃহস্পতিবার নিজের আইনজীবীকে নিয়ে পুলিশ সদরদপ্তরে আসা মাইকেল বলেছেন, ‘যাদের আমাকে রক্ষা করার কথা, তারাই আমার উপর হামলা করেছে। আমি এমন কিছুই করিনি, যার জন্য আমাকে এটা পেতে হয়েছে। আমি চাই প্রচলিত আইনেই এই তিনজনের শাস্তি হোক।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]