প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১১:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
বছর শেষ হয়ে গেলেও পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এতে পদ প্রত্যাশী নেতাকর্মীরা হতাশায় ভ’গছেন। এদিকে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির মেয়াদ বহু আগে শেষ হয়ে গেলেও তৃনমূল নেতাকর্মীদের চাপের মুখে নতুন কমিটি করা যাচ্ছে না। একারনে উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে।
আওয়ামীলীগের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানান, গত বছরের ২৩ নভেম্বর দশমিনা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রবীন আওয়ামীলীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজকে সভাপতি ও এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটনকে সাধারন সম্পাদক ঘোষনা করা হলেও আর কোন পদে কারো নাম ঘোষনা করা হয়নি। উপজেলা আওয়ামীলীগের একাধিক সূত্র জানিয়েছেন পূর্নাঙ্গ কমিটি গঠন করা নিয়ে স্থানীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজীজ এবং সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন ত্রি-ধারায় বিভক্ত হয়ে পড়েছেন।
একারনে বার বার সমঝোতা বৈঠক করেও আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা যাচ্ছে না। উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব কল্যান সম্পাদক, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভ’ট্রো জানান, দীর্ঘ দিনেও পূর্নাঙ্গ কমিটি না হওয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির ১ নম্বর সহ-সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা কাজী আবুল কালাম জানান, কমিটি গঠন নিয়ে বিভক্তি হতে পারে কারন দশমিনায় আওয়ামীলীগের জন্মলগ্ন থেকে দেখেছি সম্মেলনের পরে পূর্নাঙ্গ কমিটি করতে কখনোই এক মাসের বেশি সময় লাগেনি। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন জানান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি এখনো করা হয়নি তাই যাতে কেউ জেলা ও উপজেলায় দ্বৈত পদ না পায় এজন্য পূর্নাঙ্গ কমিটি করায় বিলম্ব হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ জানান, দলে কোন বিভক্তি নেই, করোনা ভাইরাসের কারনে পূর্নাঙ্গ কমিটি করতে বিলম্ব হচ্ছে।
এব্যাপারে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান জানান, জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছি অনুমোদন পেলেই দ্রুত দশমিনা উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
স্থানীয় সংসদ সদস্য এস, এম শাহজাদা জানান, পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য এখনো দশমিনা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক আমার সাথে বসেননি।
দলে বিভক্তি নেই জানিয়ে তিনি বলেন আওয়ামীলীগ নেতাকর্মীরা সবাই আমার কাছের মানুষ।