শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনার কারণে বাংলাদেশে করোনা তেমন বিস্তার করেনি: হাফিজুর রহমান আলম
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১০:২৬ পিএম আপডেট: ২৭.১১.২০২০ ১০:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
বর্তমানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্থগিত রয়েছে শিক্ষা কার্যক্রম। যদিও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার যতটা সম্ভব শিক্ষার্থীদের বইমুখী রাখার চেষ্টা করছে। কিন্তু দ্রুত এ সংকটের মোকাবিলা করতে না পারলে শিক্ষাব্যবস্থা পিছিয়ে পড়বে। এ বিষয়ে অতি দ্রুত এবং বিকল্প কোনো সিদ্ধান্ত নেয়া না গেলে শিক্ষাব্যবস্থায় এক অদৃশ্য বিপর্যয় নেমে আসতে পারে। তাই করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৭১ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। শুক্রবার (২৭ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপ- উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: নূরে আলম আবদুল্লাহ, জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
হাফিজুর রহমান আলম বলেন, আজকের ভোরের পাতা সংলাপের বিষয় বস্তু-করোনার দ্বিতীয় আঘাত: কোন পথে শিক্ষা ব্যবস্থা; নিষঙ্গে বলতে চায়, পুরো পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা বাধার মুখে। লাইভ ক্লাস রুমে যে শিক্ষাটা হয়, সেটা অনলাইন প্রযুক্তি যতই ভালো হোকনা কেন সেটা বিকল্প হতে পারেনা। কিন্তু তারপরেও এখানে একটা প্রশ্ন থেকে যায়, ২০০৮ সালের নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে। আজকে তিনি যদি তার কথা না রাখতে সক্ষম না হতেন তাহলে আজকে ৬০% বা ৭০% বলেন যারা অনলাইনে শিক্ষা নিতে পারছে তারাও কিন্তু এর থেকে বঞ্চিত হতেন। জার্মানিতে আজকে স্কুল কলেজ এখনো খোলা কিন্তু এখানে সরকারের একটা বৃহৎ অংশ এটার বিরোধিতা করছেন। যেকোনো মুহূর্তে এটা বন্ধ হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু এখানে আইন কঠোরভাবে মানা হচ্ছে কিন্তু বাংলাদেশে একটা বৃহৎ শ্রেণি আছ যারা এই স্বাস্থ্যবিধি মানছে না। জার্মানিতে এমন একটা শ্রেণি আছে যারা এই আইন মানে না কিন্তু তারা সংখ্যায় কম। শিক্ষা ব্যবস্থা জার্মানিতে তেমন খারাপ অবস্থায় পরেনি। বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন যে সিদ্ধান্ত নেন, সেটি অবশ্যই মানববান্ধবভাবে চিন্তা করে জনগণের জন্য নেন। জার্মানের মত উন্নত একটা দেশে এখন করোনা যেভাবে মোকাবেলা করছে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুনিশ্চিত, সুদক্ষ ও সুন্দর পরিকল্পনার কারণেই করোনাভাইরাস সংক্রমণ এখনো বাংলাদেশে তার পুরোপুরি বিস্তার করতে পারেননি।