প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৯:৪২ পিএম | অনলাইন সংস্করণ
দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, গুণী নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শুক্রবার (২৭ নভেম্বর) এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আলী যাকের অবিস্মরণীয় অবদান রেখেছেন। দেশের শিল্পকলা, সাংস্কৃতিক অঙ্গন, নাট্যজগতে তাঁর সমুজ্জ্বল উপস্থিতি রয়েছে। নাটক ও নাট্যকলাকে শিল্পকলার অনন্য মাধ্যম হিসেবে জনপ্রিয় করে তিনি নাট্যজনে অভিহিত হয়েছিলেন। বিজ্ঞাপন শিল্পের উৎকর্ষ সাধনেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একজন সৌখিন ফটোগ্রাফার হিসেবেও তার ব্যুৎপত্তি ছিল। আলী যাকেরের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।’
আইজিপি আলী যাকেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।