প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৯:০৪ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও তার সহযোগিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফয়জুল কবির নামে একজন ছিনতাই মামলা (৪ জনের নামে) এবং পুলিশ বাদি হয়ে মামুনসহ ৫ জনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন।
শুক্রবার ( ২৭ নভেম্বর ) ভোর সাড়ে চারটায় জোরারগঞ্জ থানাধীন পশ্চিম পরাগলপুর এলাকায় অভিযান চালিয়ে ০৫ টি মোবাইল সেট, নগদ ১২,৯০০ টাকা, ০১টি কিরিচ, ০১টি চাপাতি, ০১টি ক্ষুর, ০১টি দা, ০৪টি রড, ০১টি টিপ চুরি ও ০১টি লোহার পাতসহ আসামী হুমায়ুন রশিদ প্রকাশ মামুন (২৬), পিতা- আবু আহাম্মদ প্র: মিন্টু, গ্রাম- পূর্ব হিঙ্গুলি, মুকেশ চন্দ্র দাস (২২), পিতা- তপন কুমার দাশ, গ্রাম- পশ্চিম পরাগলপুর, আসিফ হায়দার জিসান (২৩), পিতা- আলী আজম, গ্রাম- ইমামপুর, সর্ব থানা- জোরারগঞ্জ, সাজ্জাদ হোসেন সাব্বির (১৯), পিতা- নুরনবী, গ্রাম- টেরিয়াইল, ও মো: ফজলুল করিম রিয়াজ (২০), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- দক্ষিণ বগাচতর, উভয় থানা- সীতাকুণ্ড, সর্ব জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। গতকালও একটি ছিনতাই ঘটনার সাথে জড়িত হওয়ার পর ভোক্তভোগী থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিক আমাদের থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি জানান, এই বিষয়ে জোরারগঞ্জ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।