প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৮:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
আজ সকালে অফিসে আসার পথে সাইন্স ল্যাব ফুট ওভারে উঠেই উনাকে দেখি। কাছে গিয়ে জানতে পারি উনি একজন শিক্ষক (ইংরেজিতে মাস্টার্স) পরিয়েছেন রাজউক, মাইলস্টোনের মত শিক্ষা প্রতিষ্ঠানে। করোনার কারনে স্থগিত রয়েছে শিক্ষকতা। এর-ই মধ্যে পায়ে পানি জমে গেছে, করাতে হবে চিকিৎসা, টোটাল ২২০০০ টাকার টেস্ট দিয়েছে তবে আর্জেন্ট ৫৫০০ টাকার টেস্টের জন্য এই শিক্ষক আজ ফুটপাতে। আমার কাছে কিছু ছিল দিয়েছি, স্বার্থের দুনিয়ায় সবাই পাস কাটিয়ে যেতে পছন্দ করেন। যেমনটা উনার সাথে হচ্ছে।
আসুন সবাই মিলে এই শিক্ষকের পাশে একটু দাড়াই। উনার সাথে যখন কথা বলছিলাম তখন খুব কান্না করছিল।
প্লিজ সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই।
সবাই একটু শেয়ার করি। চাই না কোন শিক্ষক আর পথে বসুক।
বিঃদ্রঃ - ছবিটি উনার অনুমতি নিয়ে তোলা হয়েছে
(স্ট্যাটাসটি আহম্মেদ আজমীর শাকিল এর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)