আজ শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, মাওলানা মামুনুল হক রাতেই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি হাটহাজারীতে অবস্থান করেছেন।
আজকে হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করেছেন, আল আমিন সংস্থার এই মাহফিলে ভাস্কর্য নিয়ে কোনো কথা বলা হবে না বলে তারা আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। এমনকি এর মধ্যে মামুনুল হক মাহফিলের ‘মঞ্চে উঠে গেছেন’ বলেও মন্তব্য করেছেন হাটহাজারী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এক নেতা।
এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশ মুখে দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল থেকে তারা বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা মামুনুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হাটহাজারী সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করে। দুপুরে জুমাআর নামাজের পর ছাত্রলীগের নেতাকর্মীরা অক্সিজেন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে হেফাজত নেতা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দেন।