পদ্মা নদীতে ধরা পড়লো ২৬ কেজি ওজনের কাতল, বিক্রি...
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৬:৫২ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকৃতির একটি কাতল মাছ। ২৬ কেজি ওজনের কাতলটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। এত বড় মাছ দেখে বিস্মিত জেলে, আড়তদার, ক্রেতারা।
বিশালাকৃতির কাতল মাছটি উঠেছে স্থানীয় জেলে মেহেদী হাসানের জালে। তিনি গোদাগাড়ী পৌর এলাকার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
মেহেদী হাসান বলেন, আমাদের জালে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। মাছটি ধরতে পেরে খুব ভালো লাগছে। কাতলটি বড় আকৃতির ও ওজন বেশি হওয়ায় সবার নজরে পড়েছে। শুক্রবার সকালে গোদাগাড়ী রেলবাজার আড়তে প্রতি কেজি পাইকারি ১১৮০ টাকা দরে বিক্রি করেছি। পুরো মাছটির দাম হয়েছে ৩০ হাজার ৬৮০ টাকা।
গোদাগাড়ী রেলবাজারের এক আড়তদার জানান, শুধু এ বছর নয়- গত কয়েক বছর ধরে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন লাকার পদ্মা নদীতে বিশালাকৃতির কাতল, বাঘাইড়, পাঙ্গাস মাছ ধরা পড়েছে।