শালিখায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৬:১১ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলার ভুলবাড়ীয়া বিলের ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবু জাফর নামে এক মাদ্রাসা শিক্ষককে ১ লক্ষ টাকা জরিমানা ও তিনটি ড্রেজার মেশিন এবং ৩০০ ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার এ আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন।
ভ্রাম্যমানন এ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নাঘোসা গ্রামের আবু জাফরকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আবু জাফর উপজেলার কোটভাগ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক বলে জানা গেছে৷ এ সময় ৩ টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপও জব্দ করা হয়।