প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৫:৩৫ পিএম আপডেট: ২৭.১১.২০২০ ৫:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে একটি বিশালাকৃতিত ঘড়িয়াল ধরা পড়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের ঘড়িয়ালটির ওজন প্রায় ২০ কেজি।
স্থানীয়রা জানায়, প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও গোঘাট এলাকার জেলেরা মাছ ধরতে ব্রহ্মপুত্রে যায়। শুক্রবার ভোরের দিকে এক জেলে তার জালে টান অনুভব করে। সে বড় মাছ ভেবে সাবধানে জালটি তুললে দেখতে পায় মাছ নয়- এটি বিশালাকৃতির ঘড়িয়াল। পরে সেটিকে পাড়ে তুলে বেধে রাখা হয়।
গাইবান্ধা সদরের ইউএনও রাফিউল আলম জানান, ২০ কেজি ওজনের ঘড়িয়ালটি দেখতে ব্রহ্মপুত্র নদের পাড়ে ভিড় করেছে উৎসুক মানুষ। যেহেতু প্রাণী কারো ক্ষতি করে না তাই ঘড়িয়ালটিকে আবার নদে ছেড়ে দিতে বলা হয়েছে।