প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৫:২৩ পিএম | অনলাইন সংস্করণ
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশ মুখে দুই ঘন্টা ধরে বিক্ষোভ করেছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে তারা বিমানবন্দরের প্রবেশ মুখে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা মামুনুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হাটহাজারী সড়ক অবরোধ করে ঘন্টা খানেক বিক্ষোভ করে। দুপুরে জুমার নামাজের পর ছাত্রলীগের নেতাকর্মীরা অক্সিজেন এলাকায় অবস্থান নেবেন বলে জানিয়েছে ছাত্রলীগ নেতারা। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, আমরা ছাত্রলীগ অক্সিজেন মোড়েই অবস্থান নেবো।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে হেফাজত নেতা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দেন। যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বলছেন, জাতির জনক সম্পর্কে ও তার ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা মামুনুল হককে কিছুতেই চট্টগ্রামের মাটিতে আসতে দেওয়া হবে না।
আজকে শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মামুনুল হকের। এদিকে মামুনুল হক চট্টগ্রামে অবস্থান করছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে হেফাজত নেতাদের ফোন দিলেও কেউ রিসিভ করেনি।