সন্ধ্যা ৭টার পর ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়ে ও শিক্ষার্থীদের বিনাপ্রয়োজনে বাড়ির বাইরে না থাকার নির্দেশনা দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ নির্দেশে খুশি অভিভাবকরা। জেলা প্রশাসককে সাধুবাদ জানিয়েছেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় ড. রহিমা খাতুন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ৭টার পর অভিভাবক ছাড়া কোনো শিক্ষার্থী বাইরে বের হতে পারবে না। এছাড়া চায়ের দোকানগুলোতে কোনো টিভি থাকবে না।
জেলা প্রশাসকের এমন নির্দেশনা বাস্তবায়নে জেলার মানুষকে পারিবারিক ও সামাজিকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছে সচেতন মহল।
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, দেশব্যাপী কিশোর অপরাধ বাড়ছে। উঠতি কিশোর-কিশোরীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। অনাকাঙ্ক্ষিত যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। এসব বন্ধ না করলে অদূর ভবিষ্যতে যুব সমাজে অন্ধকার নেমে আসবে। এসব সমস্যা দূর করতে জেলা প্রশাসক কার্যকর নির্দেশনা দিয়েছেন। আমরা এ নির্দেশনাকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, আমাদের উচিত নিজেদের সন্তানদের খোঁজ রাখা, তাদের ভালো-মন্দ বিবেচনা করা। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আমাদের পারিবারিকভাবে উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করতে হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, যুব সমাজকে রক্ষা করতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন সব ধরনের পদক্ষেপ নেবে। সচেতন অভিভাবকদেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সন্তান একবার মাদকাসক্ত হলে কিংবা অপরাধে জড়িয়ে পড়লে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। আপনার সন্তান অনেক রাত পর্যন্ত বাইরে কি করে, কোথায় যায়, কাদের সঙ্গে মেশে- এসব বিষয় আপনারই নজরে রাখতে হবে।