প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৩:২৮ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের রাজকোটে একটি হাসপাতালে গভীর রাতে আগুন লেগে করোনায় আক্রান্ত পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার গুজরাটের উদয় শিবানন্দ হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উদয় শিবানন্দ হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা গিয়ে হাসপাতাল থেকে মোট ৩০ জন করোনা রোগীকে উদ্ধার করেন। পরে তাদের মধ্যে দুইজন মারা যান। এছাড়া আগুনে হাসপাতালে মারা যান তিনজন। উদ্ধার করা ২৮ জনের মধ্যে কয়েকজন আহত রয়েছেন। তাদের অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত।
আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন।
রাজকোট মিউনিসিপ্যাল কমিশনার উদিত আগরওয়াল বলেছেন, উদ্ধার হওয়া করোনা আক্রান্তদের অন্য একটি করোনা হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তদন্তের নির্দেশ দিয়েছেন।