প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৮:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাট ছাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীতে বুধবার ভোররাতে জেলে আনিছ হালদারের জালে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
জেলে আনিছ হালদার বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই।বুধবার সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে আসলে মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা নিলামের মাধ্যমে ১৩৫০টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন ।
মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া দুলালের আড়ৎ থেকে ১৩৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার কোন এক ব্যাবসায়ীর সাথে ফোনে কথা হয়েছে মাছটি ২২ থেকে ২৩ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইলিশের আকাল থাকলেও বর্তমান নদীতে বড় বড় কাতল,বাগাড়,আইড়, পাঙ্গাসসহ নানান প্রজাতির মাছ ধরা পড়ছে । এটা খুবই ভালো বিষয়।