প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রতিবন্ধী ভাতার টাকা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন ভাতা বঞ্চিত এক প্রতিবন্ধীর পিতা।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ১/২/৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার করিমজান বেগম এবং দশমিনা সমাজসেবা অফিসের অফিস সহকারী মিজানুর রহমানের নামে আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আশিকুর রহমানের আদালতে মামলা দায়ের ভাতা বঞ্চিত প্রতিবন্ধী সোহাগ হোসেন রনির পিতা হাসান হাওলাদার। আদালত ঘটনাটি তদন্তের জন্য দশমিনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৯/২০ অর্থ বছরের বহরমপুর ইউনিয়নের প্রতিবন্ধী চুড়ান্ত তালিকায় মামলার বাদী হাসান হাওলাদারের প্রতিবন্ধী ছেলে সোহাগ হোসেন রনির নাম দুই নম্বর ক্রমিকে রয়েছে। ইউপি মেম্বার করিমজান ও সমাজসেবা অফিসের অফিস সহকারী মিজানুর রহমান যোগসাযোশে প্রতিবন্ধী তালিকা থেকে রনির নাম কেটে ঘষামাজা করে করিমজান মেম্বারের চাকুরীরত ছেলে রবিউর বশার এর নাম অর্ন্তভূক্ত করে ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত রনির নামে ব্যাংকে জমাকৃত নয় হাজার টাকা আত্মসাত করেন। বাদী চুড়ান্ত প্রতিবন্ধী ও ঘষামাজা করা তালিকা দুটির ফটোকপি মামলায় সংযুক্ত করেছেন। এব্যাপারে অফিস সহকারী মিজানুর রহমান জানান, ভুল হয়ে গেছে ঘটনাটি সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
এব্যাপারে মহিলা মেম্বার করিমজান বেগম জানান, আমার ছেলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রতিরন্ধী হয়ে যায় তার নামে প্রতিবন্ধী কার্ড রয়েছে এবং তালিকার দুই নম্বর ক্রমিকে আমার ছেলেরবিউল বশারের নামে ভাতা চালু রয়েছে। তিনি জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম জানান, ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।