প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৮:২৬ পিএম | অনলাইন সংস্করণ
ফেসবুকে ফ্রান্সবিরোধী পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- যে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।
যদিও এসব বাংলাদেশিরা ফেসবুকে ঠিক কি পোস্ট করেছিলেন, সে বিষয়ে কিছু জানায়নি সিঙ্গাপুরের স্বরাষ্ট্র দপ্তর।
গত ১৭ অক্টোবর ফরাসি ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে শার্লি এবদোতে প্রকাশিত একটি কার্টুন দেখানোর পরই স্কুলের বাইরে চেচেন বংশোদ্ভূত এক তরুণের হাতে খুন হন। এই ঘটনায় দেশটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়। এ ঘটনায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ফ্রান্স বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসব ঘটনায় ফ্রান্সে এখন ‘হাই অ্যালার্ট' জারি রয়েছে।