প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৬:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনার প্রকোপ কিছুটা কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে পাঠদানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। আগের মতো প্রতিদিন ক্লাসে আসতে হবে না শিক্ষার্থীদের। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করতে হবে।’
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি আরও বাড়ানো হতে পারে। সপ্তাহে ছয় দিন ক্লাস না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তিন বা চার দিন ক্লাস নিতে হবে। তবে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে।’
তিনি বলেন, ‘আমরা আগামী বছরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে চাই। যেহেতু করোনা পরিস্থিতির কারণে তারা এক বছর পিছিয়ে পড়েছে, এজন্য তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে এ সিলেবাস শেষ করে পরীক্ষা হবে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না। দুই-এক মাস হয়তো পেছাবে। তিন মাসে যতটুকু পড়ানো হবে, তার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী জানান, জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়া হলেও শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। সেসব সনদ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নিজ নিজ স্কুল থেকে শিক্ষার্থীরা সনদ পাবে। সেটি নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে।