প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৫:৪২ পিএম | অনলাইন সংস্করণ
নগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় অপহরণের নাটক সাজিয়ে ইজিবাইক চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭ এর একটি দল।
বুধবার দুপুরে র্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. মাহবুব আলম নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজিবাইকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মো. গিয়াস উদ্দিন (২৮), মঈনুল ইসলাম (২৬), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. বাবুল উদ্দিন (৪২)।
তিনি আরো বলেন, মো. মাহবুব আলমের মালিকানাধীন একটি ইজিবাইকের চালক গিয়াস উদ্দিন তার গাড়ি ভাড়ায় চালিয়ে রাতে গ্যারেজে জমা না দিয়ে নিখোঁজ হয় এবং পরদিন ড্রাইবারের নাম্বার থেকে অন্য একজন ফোন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে ইজিবাইক চুরি করেছে। গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দিন (২৮) নিজেকে অপহরণের শিকার বলে তার মুক্তির জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়াটা ছিলো সাজানো নাটক। এর মাধ্যমে সে ইজিবাইক চুরির ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে।