প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ১:৫১ পিএম | অনলাইন সংস্করণ
সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে এবার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে। আগামী ১০-১৫ জানুয়ারি মধ্যে শেষ হবে লটারি কার্যক্রম। কবে থেকে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে আগামী ৭ ডিসেম্বর।
বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রেস ব্রিফিংয়ে সযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ভর্তির কারণে শিক্ষার্থী ভর্তিতে এবার সাম্য তৈরি হবে। ভর্তিতে এবার বৈষম্য থাকছে না।’
প্রসঙ্গত, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়েগুলোতে। করোনার ছুটির কারণে এই প্রথম দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্তও লটারির মাধ্যমে ভর্তি করা হবে।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে ক্যাচমেন্ট এরিয়ায় ভর্তির কোটা ছিল ৪০ শতাংশ।