প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৮:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দশমিনায় চাঞ্চল্যকর নাসরুল হাওলাদার (৪৫) হত্যার ঘটনায় তার বড় ছেলে ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ঘটনায় ব্যাবহৃত দা ও ইমরানের রক্তমাখা লুঙি উদ্ধার করে পুলিশ।
থানাসূত্রে জানা গেছে,গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ ঢাকার শাহাজাহানপুর এলাকা থেকে ইমরানকে আটক করে দশমিনায় নিয়ে আসে। পরে মঙ্গলবার ভোরে ইমরানকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত দা ও রক্ত মাখা লুঙি উদ্ধার করেছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম জানান, ইমরান আজ মঙ্গলবার দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে পিতাকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে জমি বিক্রির টাকা না পেয়ে ইমরান (২৪) রাতে ঘুমন্ত অবস্থায় পিতা নাসরুলকে(৪৫) জবাই করে হত্যা করে।
এর আগে হত্যায় সহয়তার অভিযোগে নাসরুলের স্ত্রী রিনা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ১৯ নভেম্বর নাসরুল হত্যার ঘটনায় তার ছোট ছেলে ইলিয়াস (২২) বড় ভাই ইমরান ও মা রিনা বেগমকে আসামী করে দশমিনা থানায় হত্যা মামলা দায়ের করেন।