প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৮:৪০ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান সাধারণ সম্পাদক জামসেদ সহ প্রায় অর্ধশত যুবলীগ ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতাদের কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শত শত আওয়ামীলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
আয়োজিত কর্মসূচিতে বক্তরা বলেন, ১৯৮৬ সালে বাউফলের সাংসদ কালাইয়া আইসক্রীম ফ্যাকটরিতে জাহাঙ্গীরকে হত্যার মাধ্যমে তার কাল রাজণীতি শুরু হয়। এর পরে কালিশুরী লালু হত্যা ও ছাত্রলীগ নেতা কালাম হত্যা সহ একের পর এক হত্যা শুরু হয়। তাপস হত্যার সাথেও তাদের হাত রয়েছে; আজ সেই হত্যার কলংঙ্ক দেয়া হচ্ছে বাউফল উপজেলা ছাত্রলীগকে! তাপসের রক্তের দাগ মুছতে না মুছতেই কেশবপুরের যুবলীগ নেতা রুমান ও ছাত্রলীগ সদস্য ঈশাদ হত্যা হয়। যে হত্যার দায় তিনি এড়াতে পারেননা।
তারা দাবি করেন, যদি তিনি ওই হত্যার হোতা নাই হন, তবে উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতারা জানাজা নামাজে উপস্থিত হলে তাদের গায়ে কেন জুতা মারা হয়েছিল ? উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৗর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শফিুকল ইসলাম সিপন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার গাঙ্গুলী ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান।