প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৮:৩৪ পিএম আপডেট: ২৪.১১.২০২০ ৮:৪১ পিএম | অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করা পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ৮ জনকে ১৬শত টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে সান্তাহার রেলগেট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় অভিযান চলাকালে মাস্ক না পড়ার অপরাধের ভ্রাম্যমান আদালতে আদমদীঘি উপজেলার বিহিগ্রামের তবিবর রহমানের ছেলে আব্দুল গণি (৩৪) কে তিন দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
এ সময় মাস্ক না পড়ার অপরাধে আরোও ৮ জন পথচারী কে ১৬শত টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক।