প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ১:৫৮ এএম | অনলাইন সংস্করণ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে (২০১৯/২০২০) শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২২ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ ‘সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে’ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত থেকে এ পদক প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতেই শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক উল্লেখ করেন, এ পদক প্রদান অন্যান্য সেনাসদস্যদেরকেও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ ও জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় ও বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনী প্রধানকেও ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।