প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ১:৩৫ এএম | অনলাইন সংস্করণ
মহাখালীর একটি ৭ তলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার দিবাগত রাতে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঘটনা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
তিনি বলেন, ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহায়তা করছেন স্থানীয়রা। যদিও এরই মধ্যে বেশির ভাগ ঘরই পুড়ে গেছে। সেই সঙ্গে অনেক বস্তিবাসীকে সরিয়ে নেয়া হলেও কেউ কেউ ভিতরে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বস্তিতে অনেক কাপড় ও ফার্ণিচারের দোকান ছিলো। কাপড়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।