প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৮:০৬ পিএম আপডেট: ২৩.১১.২০২০ ৮:০৮ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। এতে মালামালসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট বাজারে সকাল সাড়ে দশটার সময় একটি তেলের দোকান থেকে এ আগুনের স‚ত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা জানান, উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর লঞ্চ ঘাট বাজারে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং শরীয়তপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীদের ধারণা এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
অগ্নিকন্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা বারবার মুর্ছা যাচ্ছেন। কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দেবো তাই বুঝতে পারছি না।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আল নাসীফ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভ‚তি প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতা করা হবে।