প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৭:৫১ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের টেকের পাড় সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে বিট বালু উত্তোলন করছেন আলাওলপুর ইউনিয়নের মেম্বার দেলোয়ার দরজী তার ভাই বিল্লাল দরজী ও মোহাম্মদ দরজী। ড্রেজার মেশিন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার থেকে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করার পরেও প্রশাসন রয়েছে নিরব। খাল পার ও পানির তলদেশ থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি। আগে কখনও সেখান থেকে বালু উত্তোলন করা হয়নি। বালু উত্তোলনে নিষেধ করায় উল্টো এলাকাবাসীকে হুমকি দেয়া হচ্ছে।
টেকেরপাড় এলাকার লোকজন নাম গোপন রাখা সত্যে বলেন, ইউপি সদস্য দোলোয়ার ও তার ভাইরা খালে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এতে আমাদের জমিও হুমকির মধ্যে আছে। আমরা ভয়ে কিছু বলতে পারছি না।
বালু উত্তোলনকারী মেম্বার দেলোয়ার বলেন, এসিলেন্ট এর অনুমতি নিয়ে আমরা বালু উত্তোলন করছি। আমার বড় ভাই আপনাদের সাথে দেখা করবে।
গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি কেউ বলেনি এবং আমি কাউকে বালু উত্তোলন করতে অনুমোতি দেইনি। খোঁজ নিয়ে দেখার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।