এক বাগাড় মাছের দাম ৩৫ হাজার টাকা
আবুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরী ঘাটের অদুরে সোমবার ভোররাতে জেলে জয়নাল হালদারের জালে ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
জেলে জয়নাল হালদার বলেন, প্রতিদিনের মতো গত রবিবার দিবাগতরাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে, মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটে মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা নিলামে প্রতি কেজি ১০৫০ টাকা টাকা দরে মাছটি ক্রয় করেন।
দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া মকু মোল্লার আড়ৎ থেকে ১০৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার কোন এক ব্যাবসায়ীর সাথে ফোনে কথা হয়েছে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইলিশের আকাল থাকলেও বর্তমান নদীতে মিঠা পানির বড় বড় নানান প্রজাতির মাছ ধরা পড়ছে বলে জানান এই কর্মকর্তা।