প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ১:২৯ পিএম আপডেট: ২৩.১১.২০২০ ১:৩৮ পিএম | প্রিন্ট সংস্করণ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বরাবরই নতুন নতুন চরিত্রের প্রতি দারুণ আগ্রহী এই অভিনেত্রী। কখনো পতিতা, কখনো চা-পান বিড়ি বিক্রেতা, আবার কখনো নিজ এলাকায় চেয়ারম্যান কিংবা ডাকাত রানী ও লাঠিয়ালসহ নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে দারুণ প্রশংসিত হন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন আরো একটি চরিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন বলে জানান তিনি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...
নতুন চরিত্রে কাজের বিষয়ে জানতে চাই?
নির্মাতা আল হাজেনের ‘মধুমতি’ শিরোনামের একটি ধারাবাহিকে দর্শক আমাকে নতুন ভাবে দেখবেন। একইসঙ্গে এটি চ্যালেঞ্জিং বলেও মনে করছি। এখানে আমাকে দেখা যাবে একজন সবজি বিক্রেতার চরিত্রে। তিনদিনের শুটিংয়ে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ছয় মাস পর মনের মতো একটি চরিত্রে অভিনয় করছি।
কাজের অভিজ্ঞতা কেমন?
এই চরিত্রের জন্য তিনদিন নড়াইলে মধুমতি নদীতে থাকতে হয়েছে। নৌকা চালাতে হয়েছে। চরিত্রটি দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ৫০০ জোড়া নারিকেল নদীতে ভাসিয়ে দিয়েছি। অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট নিয়ে এই ধারাবাহিকের শুটিং করেছি। এমন অ্যারেঞ্জমেন্টে এখন সাধারণত ধারাবাহিক নাটক নির্মাণ হয় না।
নতুন একটি চলচ্চিত্রের কাজ করছেন?
সরকারি অনুদানে নির্মিত এই ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’। এটি পরিচালনা করছেন হৃদি হক। এরইমধ্যে একদিনের শুটিং শেষ করেছি। ডিসেম্বরের শেষের দিকে আবারো এই ছবির শুটিং করবো। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে আমার ‘গোর’ শিরোনামের একটি ছবি। এটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত।
ডিজিটাল প্লাটফরম নিয়ে কী ভাবছেন?
ইউটিউব ও টিভি মিডিয়ার বাইরে এখন ওয়েব প্ল্যাটফরম জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে। সাম্প্রতিক সময়ে অনেক শিল্পী ওয়েব সিরিজ-ওয়েব ফিল্মে অভিনয় করছেন নিয়মিত। তবে এখনো এই ভুবনে পা রাখেননি মৌসুমী। তিনি বলেন, ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে আছে। কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে আমার কথা হচ্ছে। গল্প ও চরিত্র যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে দর্শকরা আমাকে ওয়েবে দেখতে পাবেন।
ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?
কাজের সখ্যায় নয়, ভালো কাজে বিশ^াসী। তবে বিভিন্ন কারণে আমাকে অনেক সময় নানা ধরনের চরিত্রে কাজ করতে হচ্ছে। এসব কাজের কোনোটা দর্শক গ্রহন করছেন। কোনোটা আবার হারিয়ে যাচ্ছে। আমি চাই কাজের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে থাকতে।