প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২০, ৫:১৭ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
ভন্ড এ কবিরাজের নাম মনসুর আলী সিকদার (২৮)। সে বরগুনার আমতলী উপজেলার কাঠালিয়া কুলুরচর গ্রামের আবদদুর রব সিকদারের ছেলে।
র্যাব-৮ বরগুনা-পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক মো. রবিউল ইসলাম জানিয়েছেন, কবিরাজ মনসুর আলী সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের ওই কিশোরীর মায়ের কবিরাজী চিকিৎসা করেছে। এক পর্যায়ে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে চলতি বছরের ২৮ মার্চ বাড়িতে নিয়ে দুইদিন আটকিয়ে রেখে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে গত ১৬ নভেম্বর আবারও কিশোরীকে অপহরণ করে আমতলী পৌরসভার সোবাহানের বাসায় দুই দিন আটকিয়ে রেখে ধর্ষণ করেছে। দুদিন পরে কিশোরীকে তার বড় বোন ওই বাসা থেকে উদ্ধার করেছে।
এব্যাপারে কিশোরী পটুয়াখালীর র্যাব-৮ এর অধিনায়কের কাছে অভিযোগ করলে শনিবার (২১ নভেম্বর) রাতে আমতলীর মাজার রোড এলাকা থেকে মুনসুর আলী সিকদারকে গ্রেফতার করা হয়। আমতলী থানার ওসি শাহআলম হাওলাদার জানিয়েছেন, ভন্ড কবিরাজকে থানায় সোপর্দ করার পরে কিশোরীর বড় বোন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।