প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৯:২৯ পিএম | অনলাইন সংস্করণ
সাতদিন আগে নিখোঁজ হন সালমা নামে এক কিশোরী। শনিবার দুপুরে হঠাৎ নিজ বাড়ির পাশে পুকুরে তার লাশ পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামে। নিহত সালমা একই গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সালমাকে প্রায়ই জ্বীনে ধরত। জ্বিনে ধরলে সে পাগলামি করত। অনেক চিকিৎসা করিয়েও তাকে ভালো করা যায়নি। তাদের ধারণা, জ্বিনই সালমাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তারাই পুকুরে ফেলে গেছে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ১৪ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় সালমা। আজ শনিবার সকালে নিজ বাড়ির পাশে পুকুরে তার লাশ দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, নিখোঁজের কোনো ডায়েরি করেনি সালমার পরিবার। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই একটি অপমৃত্যু মামলা হয়েছে।