বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি: মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগ অবরোধ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৫:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টার পর রাজধানী এই গুরুত্বপর্ণূ সড়ক বন্ধ করে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে৷ দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করে। এসময় সেখানে তারা চরমোনাই এর পীর ও ইসলামী আন্দোলন এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করেন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড় এসে অবস্থান নেয়। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। এজন্য জড়িতদের গ্রেপ্তারে আমরা ৭২ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এরপরও গ্রেপ্তার না হওয়ায় আমরা শাহবাগ অবরোধ করেছি।