‘নতুন চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে’
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ১:২৯ পিএম | প্রিন্ট সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ সময় ধরে টিভি নাটকে কাজ করছেন। তবে এখন বিজ্ঞাপন, একক নাটক-টেলিছবি ও তথ্যচিত্রে বেশি ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...দীর্ঘ সময়ে টিকে থাকার রহস্য...
এখনো প্রতিটি চরিত্রে কাজ করার আগে বেশ স্টাডি করি। চরিত্রের মধ্যে প্রবেশ করতে না পারলে দর্শকের কাছে সেটি বিশ্বাসযোগ্য করে তোলা যায় না। আমরা দর্শকের জন্য কাজ করি। সেখানে দর্শক মুখ ফিরিয়ে নিলে টিকে থাকা সম্ভব হবে না। একজন শিল্পীর উচিৎ প্রতিটি চরিত্রে কাজ করার আগে সেটিকে ভালো ভাবে জানা।
সাম্প্রতিক সময়ে...
এরইমধ্যে দুটি তথ্যচিত্রের কাজ শেষ করেছি। এরমেধ্য একটি হলো ‘ভালোবাসার বাগান’ শিরোনামের জনসচেতনতা মূলক তথ্যচিত্র। এটি নির্মাণ করেছেন বর্ণনাথ। এছাড়া ‘মাস্ক’ শিরোনামের আরো একটি তথ্যচিত্র প্রকাশ হয়েছে। এদিকে আজ মাছরাঙা টিভিতে প্রচার হবে আমার অভিনীত ‘পাপ পূণ্য’ শিরোনামের একটি টেলিছবি। এটি পরিচালনা করেছন সাঈদুর রহমান রাসেল।
করোনাকালীন এই সময়ে শুটিং স্পটে...
বাইরে কিছু সমস্যা সব সময় থাকে। তবে এরমধ্যে নিজেই নিজেকে রক্ষা করতে হবে। আমি গোছানো ইউনিটগুলোর সঙ্গেই কাজ করছি। তাই আমার এখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি মনে করি সবাইকে সচেতন থেকেই এখন কাজ করতে হবে। করোনার এই ধাপ আরো আগের চেয়ে ভয়াবহ হতে পারে বলে অনেকে মনে করেন। তাই যত বেশি নিজেকে সচেতন থাকতে পারবো ততই ভালো থাকবো।
চলতি বছরের শুরুতে...
চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। ‘৩০ ডেইজ’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। দু’টি ছেলে-মেয়ের প্রেমের গল্প উঠে আসবে এই সিরিজে। এতে আমি অভিনয় করেছি একজন এনজিওকর্মীর চরিত্রে।
ওয়েব সিরিজ প্রসঙ্গে...
এখন অনেক ভালো গল্পের ওয়েব সিরিজ হচ্ছে। যদি অভিনয় করার মতো কোনো চরিত্র পাই তাহলে ওয়েব সিরিজে কাজ করবো। ভালো গল্পে আপত্তি নেই।
চলচ্চিত্রৃ
ওপার বাংলা বাংলার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘ভাইজান’ চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছি। মনে মতো চরিত্র পেলে নতুন চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে।