প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ১:২৯ পিএম | প্রিন্ট সংস্করণ
প্রথমবারের মতো একসঙ্গে সরকারি অনুদানের একটি ছবিতে অভিনয় করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই করিম। ছবির নাম ‘গাঙকুমারী। অনুদানের এই ছবির শুটিং চলছে সিলেটের সুনামগঞ্জে। পরিচালক ফজলুল কবীর তুহিন। লিখেছেন সাধনা আহমেদ। এতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, শাহাদাৎ হোসেন, ঝুনা চৌধুরী, শামীম জামান, অর্ক, উজ্জ্বল মাহমুদসহ একঝাঁক থিয়েটারকর্মী। গাঙকুমারী চরিত্রে অভিনয় করেছেন তাহুয়া লাভিব তুরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র জিসান এই সিনেমার নায়ক। গাঙপাড়ে বসবাসরত জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা নিয়ে এ সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটোগ্রাফার সাহিল রনি জানান, ছবিটির শুটিং চলবে ২২ তারিখ পর্যন্ত। এরপর বিরতি দিয়ে আবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত ছবিটির দৃশ্যায়ন হবে।’ বৃহাস্পতিবার থেকে হাবিবের কোরিওগ্রাফিতে শুরু হয়েছে পৌরাণিক গানের শুটিং। জেলে সম্প্রদায়ের মেয়ে গাঙকুমারীর (তুরা) নৌকাবাইচ ও বিজয়ের দৃশ্য রয়েছে গানে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় এটি। এদিকে সিলেটে আরেকটি ছবির শুটিং চলছে। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে পান্থ প্রসাদের ‘সাবিত্রী’।