বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আইসিসির নিয়ম বদল, টেস্ট চ্যাম্পিয়নশিপে দু’নম্বরে টিম ইন্ডিয়া
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ১২:৪২ পিএম | প্রিন্ট সংস্করণ

রাতারাতি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদলে ফেলল আইসিসি। ফলে টুর্নামেন্ট শুরুর পর থেকে যে ভারত পয়েন্ট টেবিলে একেবারে উপরের সারিতে ছিল, সেই টিম ইন্ডিয়াকে এবার নেমে যেতে হল দু’নম্বরে। এতদিন দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া উঠে এল শীর্ষস্থানে।করোনা পরিস্থিতির জন্য বিশ্বজুড়ে বহু টেস্ট সিরিজ বাতিল হয়েছে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সুচি ওলটপালট হয়ে গেছে। যার জেরে একটা সময় ভাবা হচ্ছিল প্রথমবার শুরু হওয়া এই টুর্নামেন্ট মাঝপথেই বাতিল করতে হবে। কিন্তু আইসিসি শেষপর্যন্ত যেনতেন প্রকারে টুর্নামেন্ট শেষ করার কথা ভেবেছে। আগামী বছর জুনেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। কিন্তু প্রচুর ম্যাচ যেহেতু বাতিল হয়ে গিয়েছে এবং সীমিত সময়ে ওই ম্যাচগুলি নতুন করে আয়োজন সম্ভব নয়, তাই আইসিসি পয়েন্ট টেবিলের নিয়ম বদলানোর সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি জানিয়ে দেয়, এবার থেকে আর মোট পয়েন্টের ভিত্তিতে নয়, পয়েন্টের শতকরা হারের ভিত্তিতে ঠিক করা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকা।
যেভাবে মাপা হবে পয়েন্টের শতকরা হার : নতুন নিয়ম অনুসারে কোনও সিরিজে মোট বরাদ্দ পয়েন্ট এবং দলের প্রাপ্ত পয়েন্টের শতকরা হারকেই বলা হচ্ছে পারসেন্টেজ অফ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, একটি টেস্ট সিরিজ পিছু আইসিসি বরাদ্দ করেছে ১২০ পয়েন্ট। সে হিসাবে সিরিজে একটি দলের পয়েন্ট মোট ৮০ । এই ৮০ পয়েন্টকে ১২০ পয়েন্ট দিয়ে ভাগ করে তাকে ১০০ দিয়ে গুণ করলেই ‘পারসেন্টেজ অফ পয়েন্ট’ বা পয়েন্টের শতকরা হার বেরিয়ে আসবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৪টি সিরিজ খেলেছে ভারত। পয়েন্ট পেয়েছে ৩৬০। মোট ৪৮০ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ৩৬০ পয়েন্ট। অর্থাৎ ভারতের পয়েন্টের শতকরা হার দাঁড়াচ্ছে ৭৫। কিন্তু এই নিয়মে অস্ট্রেলিয়ার পয়েন্টের হার গিয়ে দাঁড়াচ্ছে ৮২.২। তাই তারাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। তৃতীয় স্থানে ইংল্যান্ড। তাঁদের পয়েন্টের শতকরা হার ৬০.৮। অসিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আইসিসির নতুন নিয়ম ভারতকে ভালই ধাক্কা দিল, তাতে সন্দেহ নেই। এবার টিম ইন্ডিয়া চাইবে টেস্টে অসিদের হারিয়ে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে।
এদিকে করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ৫০ শতাংশের কম ম্যাচ খেলা হয়েছে। অথচ ফাইনাল হতে আর বেশি দেরি নেই। এমন জটিল পরিস্থিতির সমাধান খুঁজছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুটি বিকল্প পথ খোলা ছিল। প্রথমটি, স্থগিত হওয়া সিরিজগুলোর পয়েন্ট ভাগাভাগি করে দেয়া আর দ্বিতীয়টি, সংগৃহীত পয়েন্টের শতকরা হারে নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল।
দ্বিতীয় বিকল্প ব্যবস্থার সুপারিশ করেছিল অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। তাদের প্রস্তাব বেশি গ্রহণযোগ্য মনে করেছে আইসিসি বোর্ড এবং তা অনুমোদনও দিয়েছে। তাদের আশা, ২০২১ সালের মার্চে ফাইনালের আগে অন্তত ৮৫ শতাংশ ম্যাচ হয়ে যাবে। এদিকে স্থগিত হওয়া শ্রীলঙ্কা সিরিজও খেলার কথা ইংল্যান্ডের। এছাড়া নিউজিল্যান্ড ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো থেকেই নির্ধারিত হতে পারে কারা খেলবে জুনের ফাইনালে।
ভারতের সম্ভাবনা : অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টেস্ট সিরিজের আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে দুই নম্বরে বিরাট কোহালির ভারত। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এক কমিটির সুপারিশে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে এই বদলে বড় ধাক্কা খেয়েছে কোহালিরা। কোভিডের জন্য বিশ্বের বেশির ভাগ দেশই অনেক সিরিজ খেলতে পারেনি। ফলে, এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যত ম্যাচ হওয়ার কথা, তার অর্ধেকও হয়নি। আইসিসি বলছে, বর্তমান সময় থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি ফের শুরু হলে টুর্নামেন্ট যখন শেষ হওয়ার কথা তখন ৮৫ শতাংশ ম্যাচ শেষ হবে। কোনও টিম কম ম্যাচ খেলেছে, কোনও টিম বেশি। টিমগুলি ইতিমধ্যেই যতগুলি সিরিজের যত ম্যাচ খেলে যে পয়েন্ট পেয়েছে, তার শতাংশের হিসাবে টিমগুলির স্থান নিরূপণ করা হোক। কমিটির এই সুপারিশ অনুমোদন করে আইসিসি-র চিফ এগ্জিকিউটিভ কমিটি।আইসিসি-র চিফ এগ্জিকিউটিভ মানু সনে বলেন, ‘টিমগুলির র‌্যাঙ্কিং সিস্টেমের যে বদল আনার কথা কমিটি সুপারিশ করেছিল, তা মেনে নেওয়া হয়েছে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]