প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ১০:১৫ এএম | অনলাইন সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাছনাইন (১৪) ও নীরব (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নীরব বেলুন বিক্রেতা। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার রাতে বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত হাছনাইন উপজেলার বাটামারা এলাকার বাসু হাওলাদারের ছেলে এবং নীরবের বাড়ি ভোলা সদরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে উপজেলার বাটামারা নসুর দোকান মোড় এলাকায় নীরব নামে এক ব্যক্তি গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে শিশুদের কাছে বিক্রি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতা নীরব ও ওই এলাকার হাছনাইন নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।