আদমজী ইপিজেডে কারখানা করবে জার্মান কোম্পানি ইউবিএফ ব্রাইডাল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ১০:৫৮ এএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকআদমজী ইপিজেডে কারখানা করবে শতভাগ জার্মান মালিকানাধীন পোশাক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাইডাল ফ্যাক্টরি (ইউবিএফ) লিমিটেড। এজন্য আদমজী ইপিজেডে জমি লিজ নেবে প্রতিষ্ঠানটি। বেপজার সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে ইউবিএফ ব্রাইডাল। জার্মান সময় গতকাল বুধবার বেলা ১১টায় বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চলমান করোনা মহামারির কারণে জার্মান বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে না পারায় বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে চুক্তি স্বাক্ষর সংক্রান্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানিটি ইতোমধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এবং পোল্যান্ড থেকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করবে। কোম্পানিটি শুধু উচ্চ-চাহিদা সম্পন্ন ব্রাইডাল সামগ্রীই উৎপাদন করে না, একইসঙ্গে ২৭ প্রকার ভিন্নধর্মী ব্রাইডাল সামগ্রী উৎপাদন করবে। তাদের উৎপাদিত পণ্য ইউরোপসহ বিশ্বের বর্ধনশীল বাজারে রফতানি করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জার্মানিস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন (এনডিসি), ইউনাইটেড ব্রাইডাল লিমিটেডের চেয়ারম্যান বার্টোজ ওডিকি, এমডি আদ্রিয়ান গাসজাক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রমোশন টিমের সদস্য মো. মাহমুদুল হোসেন খান এবং বেপজার জিএম মো. তানভীর হোসেন। চুক্তি স্বাক্ষর শেষে জার্মান প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। একইসঙ্গে তিনি ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সাথে কথা বলার বিষয়টি উল্লেখ করেন এবং এ বিনিয়োগে তিনি সন্তুষ্ট বলে জানান। অনুষ্ঠানে মাহমুদুল হোসেন খান জার্মান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম।