শিরোনাম: |
সলোমন দ্বীপপুঞ্জে সাময়িকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এছাড়া দেশটির বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারীদের সঙ্গেও কীভাবে ফেসবুক সাময়িকভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে বৈঠক করে যাচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ সরকার।
জানা গেছে, ফেসবুকে সরকারের বিরুদ্ধে চলা সমালোচনা বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সলোমন দ্বীপপুঞ্জের বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সলোমন দ্বীপপুঞ্জের যোগাযোগ মন্ত্রী পিটার শ্যানেল আগোভাকা সাময়িকভাবে ফেসবুক নিষিদ্ধ করার জন্য একটি খসড়া পরিকল্পনা চলতি সপ্তাহেই তৈরি করবেনএদিকে ফেসবুক জানিয়েছে যে তারা সলোমন দীপপুঞ্জের সরকারের সঙ্গে বৈঠক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |