বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাবরদের কাছে তামিমদের হার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ১০:৪৯ এএম | প্রিন্ট সংস্করণ

লড়াইটা করাচিতে কাগজে কলমে করাচি বনাম লাহোরের মধ্যে। কিন্তু প্রকা¤্রে লড়াইটি ছিল বাবর আজম বনাম তামিম ইকবালের। বাবর আজম যেমন পাকিস্তান টিমের অধিনায়ক তেমনি তামিম বাংলাদেশ টিমের দলনায়ক। তবে এই লড়াইয়ে হার মানতে হলো তামিমকে।  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের ফাইনালে তামিমের লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাবর আজমের করাচি কিংস। প্রথমবারের মতো ফাইনালে ওঠা দুই দলের লড়াইয়ের দিনে নতুন চ্যাম্পিয়্ন পেল টুর্নামেন্টটি।ফাইনালে ব্যাট হাতে মুগ্ধতা ছড়ালেন বাবর আজম। খেললেন ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত ইনিংস। সেই সুবাদে লাহোর কালান্দার্সের ছুড়ে দেওয়া ১৩৫ রান তাড়া করতে নেমে শিরোপা নিজেদের করে নিল তারা। প্রথমে ব্যাট করা লাহোর নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানের মামুলি স্কোর দাঁড় করায়। জবাবে ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঠিক টি-টোয়েন্টি স্টাইলে করতে পারেনি কালান্দার্স। দুই ওপেনার তামিম ইকবাল ও ফখর জামানের উদ্বোধনী জুটি লম্বা হলেও ব্যাটিং ছিল ধীর গতির। এই জুটি ১০.১ ওভারে মাত্র ৬৮ রান তুলতে পারে।
দলীয় ১১তম ওভারের ধীরে চলো নীতিতে ব্যাটিং করা তামিম ৩৮ বলে ব্যক্তিগত ৩৫ করে উমাইদ আসিফের বলে ইফতিখার আহমেদকে ক্যাচ দিয়ে মাঠে ছাড়েন। একই ওভারে আরেক ওপেনার ফখরও ফেরেন তিনি ২৪ বলে ৪টি চারে ২৭ করেন। এই জুটির পরে অবশ্য আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। করাচি বোলারদের সামনে অনেকটা অসহায় আত্মসমর্পণ করেন তারা। ফলে দলীয় দেড়শ রানের স্কোর করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। করাচি বোলারদের মধ্যে দারুণ বল করা ওয়াকাস মাকসুদ, আরশাদ ইকবাল ও উমাইদ আসিফ ২টি করে উইকেট পান। এছাড়া ইমাদ ওয়াসিম একটি উইকেট দখল করেন।
১৩৫ রান তাড়া করতে নেমে টার্গেট পূরণে তেমন একট বেগ পেতে হয়নি করাচি কিংসের। ৪৯ রানে ২ উইকেট হারালে দলের হাল ধরেন বাবর আজম। তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন বাবর আজম ও চ্যাডউইক ওয়ালটন। ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ধরা পড়েন ২৭ বলে ২২ রান করা ওয়ালটন। তবে তাতে সমস্যায় পড়েনি করাচি। অধিনায়ক ইমাদ ওয়াসিমকে নিয়ে বাকি ২৯ বলে ২৫ রান করে খেলা শেষ করেই ফেরেন বাবর আজম। ১ ওভার ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় করাচি। বাবর ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]