প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৮:৫২ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ দূতাবাস,মাদ্রিদের পাসপোর্ট/ভিসা সংক্রান্ত সার্ভার অদ্য সকালে অকার্যকর হয়ে পড়ায় দূতাবাসে পাসপোর্ট/ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ যেমন নতুন পাসপোর্ট ইস্যু, রিইস্যু, ফিংগার গ্রহণ, ভিসা প্রদান, স্প্যানিশ পাসপোর্টে নো-ভিসা প্রদান ইত্যাদি কার্যক্রম পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বার্সেলোনায় আসন্ন ২১-২২ নভেম্বরের কনসুলার সার্ভিসে পাসপোর্ট ডেলিভারি,সার্টিফিকেট ইস্যু,পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রম চলবে। এই কনসুলার সার্ভিসে পাসপোর্ট রিইস্যু,নো ভিসা ইস্যু ইত্যাদি কার্যক্রম হবে না।
দূতাবাস পাসপোর্ট অধিদপ্তর ঢাকার সাথে সার্বক্ষণিক ভাবে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য দ্রুততম সময়ে সমস্যা সমাধান করবে বলে আশাবাদী।উল্লেখ্য, পাসপোর্ট সার্ভারটি পাসপোর্ট অফিস,ঢাকার সহযোগিতায় কার্যকর করতে হবে বিধায় এক্ষেত্রে সময়ের প্রয়োজন হবে।
দূতাবাসের পাসপোর্ট সার্ভার দু:খজনক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ,স্পেন প্রবাসী বাংলাদেশীগণ সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।