প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৬:২৩ পিএম | অনলাইন সংস্করণ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিজস্ব কৃষ্টি লালন ও বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ওটিটি বা ‘ওভার দ্য টপ’ প্লাটফর্ম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করবে সরকার।
বুধবার সচিবালয়ে ওটিটি প্লাটফর্ম বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে ও সমগ্র পৃথিবীতে ওটিটি প্লাটফর্মের মাধ্যমে বিনোদন, সিনেমা, নাটকসহ নানা কন্টেন্ট রিলিজ করা একটি ক্রমবর্ধমান বাস্তবতা। এগুলো মানুষ যেকোনো জায়গা থেকে উপভোগ করতে পারে। সহজ মাধ্যম হওয়ায় ধীরে ধীরে মানুষ ওটিটি প্লাটফর্মে অনেক বেশি অভ্যস্ত হচ্ছে।
বিভিন্ন দেশে ওটিটি প্লাটফর্মকে নিয়মনীতির মধ্যে আনার জন্য উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি এ ধরণের বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভারতেও ওটিটি প্লাটফর্মে যেকোনো কন্টেন্ট নিয়মনীতির মাধ্যমে এবং সরকারকে জানিয়ে আপলোড করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, ওটিটি প্লাটফর্ম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ এবং দেশীয় উদ্যোক্তাদের কাজের সুযোগ তৈরি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশে এখন অন্য দেশের ওটিটি প্লাটফর্ম কাজ করছে, রেভিনিউ নিয়ে যাচ্ছে। যেহেতু এদেশে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম সেভাবে নেই, আমাদের নির্মাতারাও বিদেশি প্লাটফর্ম ব্যবহারে অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছেন।
তিনি বলেন, আমরা চাই এ দেশে বিশ্বমানের ওটিটি প্লাটফর্ম গড়ে উঠুক। এটি শুধু দেশের মানুষকেই বিনোদন দেবে না, অন্য দেশ থেকেও যেন আমরা আয় করতে পারি, তেমন ওটিটি প্লাটফর্ম আমরা করবো। এই বাস্তবতায় চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ মুক্তি দেয়ার জন্য সরকারের চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের মাধ্যমে ওটিটি প্লাটফম করতে পারি কি-না, সে বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।