প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৫:৩০ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজোনা ইউনিয়নের নন্দলাপুর গ্রামে মৃত আকাশের ছেলে ছোরহাব দীর্ঘদিন ধরে খাঁচায় বন্ধী এই পাখি গুলো দিয়ে অন্য পাখি শিকার করে বিক্রি করতো। পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস স্থানীয় ইউ পি সদস্য আবুল কাশেম ও আলাউদ্দিন আজ সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় খাঁচায় বন্দি তিন প্রজাতির ৮টি পাখি উদ্ধার করে।
২ টি বালিহাঁস , ৩টি ঘুঘু, ৩টি ডাহুক পাখি পাখিগুলোকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, মামুন বিশ্বাস ও আলাউদ্দিন উপস্থিত থেকে পাখি গুলো উপজেলা চত্বরে অবমুক্ত করেন ৷
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস, পাখি শিকারী ছোরহাব তার ভুল বুঝতে পেরেছে এবং বন্যপ্রাণী আইন তাদেরকে বুঝিয়ে বলার পর তিনি আর কোনদিন পাখি শিকার করবেনা মুচকেলা সাক্ষর দিয়েছেন । উদ্ধার কাজে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সাবিক পরামর্শ দেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, অবৈধভাবে পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। তাই পাখি শিকারি সবাইকে সচেতন করতে হবে।