বাহাউদ্দিন নাসিমের সাথে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ'র সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৭:৫০ পিএম আপডেট: ১৭.১১.২০২০ ৭:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাউথ ওয়ের্স্টান মিডিয়া গ্রুপের ও দৈনিক ভোরের পাতার প্রধান উপদেষ্টা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহাউদ্দিন নাসিমের অফিসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উক্ত সৌজন্য সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে করোনাকালীন সময়ে সংবাদপত্র অথবা গণমাধ্যমের প্রতি সরকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে আলোচনাতে।
সৌজন্য সাক্ষাত শেষে বাহাউদ্দিন নাসিমের হাতে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ. কে. এম. রিয়াজুল হাসান, মোশাররফ হোসেন মুসা লিখিত
"নগরীয় বাংলাদেশ ও স্থানীয় সরকার" বইটি উপহার হিসাবে তুলে দেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।