প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৭:০২ পিএম | অনলাইন সংস্করণ
ফেনীর রামপুর রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ টি স্বর্ণের বার ও প্রাইভেটকার জব্দ সহ নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে তাকে আটকসহ স্বর্ণ গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩০ টি স্বর্ণের বার আনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা বলে র্যাব জানান।
ফেনীস্থ র্যাব এর কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেক পোষ্ট স্থাপন করে র্যাব সদস্যরা। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালাতে গেলে তাকে ধাওয়া করে আটক করা হয়।পরে প্রাইভেট কারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ শত গ্রাম ওজনে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা।
তিনি জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।আটক নুরুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা।আটক ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।