প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৬:০৭ পিএম | অনলাইন সংস্করণ
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যায় অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের এপিপি সৈয়দ শামীম এই তথ্য জানিয়েছেন।
রায়হানকে হত্যাকাণ্ডের দায় আকবর নেননি জানিয়ে তিনি বলেন, আকবর বলেছেন, তিনি একা দায়ী নন। তিনিসহ এই মামলার আসামিরা সবাই মিলেই রায়হানকে পিটিয়ে আহত করেছেন। এরপর রায়হানকে হাসপাতালেও নিয়ে যান তারা। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এর আগে, ১০ নভেম্বর সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে আকবরকে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আবুল কাশেম তা মঞ্জুর করেন।
বাকি আসামিরা হলেন- কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ, টিটু দাস, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন।