প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ১:৪৫ এএম | অনলাইন সংস্করণ
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আয়োজন ও বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের সহযোগিতায় এবং জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে অলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের টিম লিডার তরুণ কান্তি হোড়, আইটি অফিসার জিয়াউর রহমান, ডাটা সুপার ভাইজার মোফাজ্জল হোসেন, উপজেলা সুপার ভাইজার রবিউল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, অমিয় বিশ্বাস, মুনির হোসেন, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ আরো অনেকে।