গুচ্ছ ভর্তি পরীক্ষা: বাহিরের কোন চাপ নাকি স্বেচ্ছায় যেতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ১:৪০ এএম আপডেট: ১৭.১১.২০২০ ১:৪৯ এএম | অনলাইন সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতক (সন্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতির মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।যা নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
গত বুধবার (১১নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির ৩০ তম একাডেমিক কাউন্সিল সভায় ইউজিসির আহ্বানে গুচ্ছ পদ্ধতিতে (ভর্তি পরীক্ষা) যাওয়ার সিদ্ধান্ত পুনরাবৃত্তি করা হয়। তবে অনলাইনে নয় বরং সশরীরেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের।
ইতোমধ্যে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সিদ্ধান্তকে ঘিরে চরম ক্ষোভ ও বিপরীত প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।
সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নিজের টাইমলাইন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে জাককানইবি প্রশাসনের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাঁরা।
তারা কোনো ভাবেই ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার কোন ইতিবাচক দিক দেখছেন না বলে জানান।
এ বিষয়ে ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামিদুর রহমান সুমন বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বকীয়তা হারাবে।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত কি উপর মহলের কোন চাপ নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একান্তই সিদ্ধান্ত তা আমরা জানতে চাই। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতিতে চলুক, আমাদের যেন অন্যান্য বিশ্ববিদ্যালয় অনুকরণ করে।
টিপিএস বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিএস সাজ্জাদ বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতার পরম পন্থি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাবে।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্বতি শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। এতে নানা সংকট ও জটিলতাও রয়েছে।
(২০১৩-১৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ ইবনে জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একান্ত সিদ্ধান্ত আমরা নিশ্চিত হতে চাই ইউজিসি বা উপরের কোন চাপে পড়ে এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নই।
উল্লেখ্য যে, এরই মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষা থেকে সরে এসেছেন।
জাককানইবি প্রশাসনের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সিদ্ধান্তকে ইউজিসি অথবা কোন উপর মহলের চাপ বলেই মনে করছেন শিক্ষার্থীরা।