হেফাজত কোন রাজনৈতিক দল নয়: ড. আহমদ আব্দুল কাদের
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১০:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বিতর্ক, একে অন্যের বিরুদ্ধে রাজনীতির রঙ ছড়ানো উত্তেজনার মধ্যে অবশেষে অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় প্রতিনিধি সম্মেলন। আল্লামা শাহ আহমদ শফী (রহ.)’র মৃত্যুর দুই মাস পর অনুষ্ঠিত এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীকে (চট্টগ্রাম) সংগঠনের আমির নির্বাচিত করা হয়েছে। মহাসচিব হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী। নিজেদের বারবার অরাজনৈতিক সংগঠন দাবি করা হেফাজতে ইসলাম কার্যত রাজনৈতিক দলাদলিতে দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু আমরা বিশ্বাস করি, ধর্ম চর্চার অধিকার সবার আছে, ধর্ম নিয়ে অপরাজনীতি বন্ধ হোক।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৬০ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। সোমবার (১৬ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার খান (পিনু), নায়েবে আমির, হেফাজতে ইসলাম এবং মহাসচিব, খেলাফত মজলিস ড. আহমদ আব্দুল কাদের, চেয়ারম্যান, ইসলামিক স্কলার্স ফোরাম বাংলাদেশ, যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম ঢাকা, লেখক, গবেষক, কলামিস্ট ও ইসলামী চিন্তাবিদ মূফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অপরাজেয় বাংলা সদস্য সচিব এইচ রহমান মিলু। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, হেফাজত কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটি ধর্মীয় সংগঠন। এটা একটি উন্মুক্ত সংগঠন। যে কোন ব্যক্তি যিনি ইসলাম বিশ্বাস করেন, যিনি রাসুল (সাঃ) কে মহব্বত করেন; তিনি আলেম হলেও পারবেন বা যে কোন রাজনীতি দল করলেও পারবেন না করলেও পারবেন। ইসলামের যে মূল বিষয় আছে এই গুলোর বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিরোধ করা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, ইসলামী মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এর জন্য সংগ্রাম করা, আন্দোলন করা। কাজেই এই যে মিডিয়াই রাজনৈতিক হেফাজতের নাম দেওয়া হচ্ছে এটা আসলে ঠিক না। হেফাজতের সাথে বিএনপি-জামায়াতকে সংযুক্ত করে নিউজ করা; এটা হচ্ছে একটা সস্তা প্রচারণা। এটা করে শুধুই বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লামা শাহ আহমদ শফী (রহ.)’র মৃত্যুর পর অনেকেই ধারণা করেছে হেফাজত শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা শেষ হয়নাই। গতকাল রবিবার শান্তিমূলক ভাবে এর কমিটি গঠন করা হয়েছে, এর সম্মেলন করা হয়েছে এবং দুই মাস পর অনুষ্ঠিত এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীকে (চট্টগ্রাম) সংগঠনের আমির নির্বাচিত করা হয়েছে। মহাসচিব করা হয়েছে আল্লামা নূর হোসাইন কাসেমীকে। গতকাল রোববার সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে (কাউন্সিল) অনুষ্ঠিত হয়। কোন ঝগড়া-কোন্দল ছাড়ায় এটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। মিডিয়াঅঙ্গনের সেকুলার বিশ্বাসী লোকেরা যারা ইসলামকে সহ্য করতে পারেনা তারাই মূলত এইসব প্রচার করে বেড়াচ্ছে। যেটা আসলে নয়, সেটা চিৎকার করে বলটা খুবই বেমানান। তাই আমার অনুরোধ রইলো হেফাজতকে রাজনীতির সাথে জড়িত বলা থেকে আপনারা বিরত থাকুন।