আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনাকে ভালোভাবেই মোকাবেলা করে যাচ্ছে: বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার খান
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১০:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বিতর্ক, একে অন্যের বিরুদ্ধে রাজনীতির রঙ ছড়ানো উত্তেজনার মধ্যে অবশেষে অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় প্রতিনিধি সম্মেলন। আল্লামা শাহ আহমদ শফী (রহ.)’র মৃত্যুর দুই মাস পর অনুষ্ঠিত এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীকে (চট্টগ্রাম) সংগঠনের আমির নির্বাচিত করা হয়েছে। মহাসচিব হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী। নিজেদের বারবার অরাজনৈতিক সংগঠন দাবি করা হেফাজতে ইসলাম কার্যত রাজনৈতিক দলাদলিতে দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু আমরা বিশ্বাস করি, ধর্ম চর্চার অধিকার সবার আছে, ধর্ম নিয়ে অপরাজনীতি বন্ধ হোক।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৬০ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। সোমবার (১৬ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার খান (পিনু), নায়েবে আমির, হেফাজতে ইসলাম এবং মহাসচিব, খেলাফত মজলিস ড. আহমদ আব্দুল কাদের, চেয়ারম্যান, ইসলামিক স্কলার্স ফোরাম বাংলাদেশ, যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম ঢাকা, লেখক, গবেষক, কলামিস্ট ও ইসলামী চিন্তাবিদ মূফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অপরাজেয় বাংলা সদস্য সচিব এইচ রহমান মিলু। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার খান (পিনু) বলেন, আমাকে আজকের সংলাপে আমন্ত্রণ করার জন্য ভোরের পাতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইসলাম ধর্মটাকে যেমন মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছাড়া চিন্তা করতে পারিনা তদ্রূপ বঙ্গবন্ধুকে ছাড়া এই বাংলাদেশ বিনির্মাণে আরও কারও চিন্তা আমাদের মাথায় আসেনা। তখন আমি ছিলাম তরুণ কলেজের ছাত্র যখন দেশে মা-বোনেরা নির্যাতিত হচ্ছিলো। তখন আমরা ঘরে বসে না থেকে আমাদের এই দেশকে যেকোনো ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে এই দেশকে এই পৈশাচিক হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করতে হবে। তখন আমাদের ভূমিকা যেটা ছিল, সেটা থেকে কখনো বিচলিত হয়নি। এখন এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়ন হচ্ছে এটার জন্য আমি অত্যন্ত গর্বিত যে আমাদের জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজ দায়িত্বে এটা করে যাচ্ছেন। উনিও তার বাবার মতো এই বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহর কাছে দোয়া করি, উনার কাছে এখন যে উন্নয়ন প্রকল্প আছে এটা যেন উনি এই বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এইগুলো বাস্তবায়ন করে যেতে পারে। আমি একটা জিনিষ বিশ্বাস করি, যার কাজ যাকেই সাজে। অন্যত্র গেলে লাঠি বাজে। তাই ধর্ম নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছিনা। আমাদের ইসলাম ধর্ম আমাদের শিক্ষা দিয়েছে শান্তির জন্য, এবং আমি এটা বিশ্বাস করি, এই ইসলাম ধর্ম দিয়ে সাড়া পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে। আমাদের জন্য ঐ শান্তির পথটায় সবচে বড় পদ। বাংলাদেশের প্রতি আল্লাহ তাআলার অবশ্যই রহমত আছে কারণ যেখানে উন্নত বিশ্বের অনেক দেশেই যেখানে এই করোনার জন্য হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে সেটা নিতান্তই অনেক কম। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনাকে ভালোভাবেই মোকাবেলা করে যাচ্ছে।